Tuesday, November 29, 2016

BEKAS (ইরানী মুভি) Filmi Kurdi "Bekas"Full Movie) কিছু কিছু মুভি দেখলে মনের অজান্তে চোখে পানি চলে আসে Bekas হলো ঐ টাইপের মুভি।

ইরাকের দুই কুর্দিস্তানি শিশু- জানা ও দানা এর বাবা-মা সাদ্দাম বিরোধী আন্দোলনে নিহত হন। এই এতিম দুই ভাই কুর্দিস্তান শহরের রাস্তায় জুতো পালিশ করে দিন চালাতো। দুই ভাই-ই সুপারম্যানের চরম ভক্ত।একদিন সিদ্ধান্ত নিয়ে নিল, ওরা আমেরিকায় গিয়ে সুপারম্যানের সাথে দেখা করবে। সুপারম্যানকে বলবে তার ছোঁয়ায় তাদের বাবা মাকে জীবিত করে দিতে আর সাদ্দামকে শাস্তি দিতে
এরপর শুরু হল কঠোর পরিশ্রম। আমেরিকা যাবার জন্য তারা একটি একটি করে টাকা জমাতে লাগলো। মানচিত্র কেনা হল, গাধা কেনা হল। প্রয়োজনীয় জিনিষপত্র নিয়ে তারা রওয়ানা হয়ে গেল আমেরিকার পথে। এরপর শুরু হল তাদের রোমাঞ্চকর আমেরিকা অভিযান।
দানা আর জানা নামের এই দু ভাইয়ের, পরস্পরের প্রতি অকৃত্রিম ভালোবাসার সহজ, সরল একটা গল্প নিয়ে তৈরি "Bekas"। কখনও পেট ফাটিয়ে হাসাবে, কখনও নিশ্চিত কাঁদাবে, আর সিনেমা শেষে একটা তৃপ্তি দেবে। বিশেষ করে, জানা চরিত্রে ছোট্ট জামান্দ তাহা এর অসাধারণ অভিনয় মুগ্ধ করেই ছাড়বে।

কিছু কিছু মুভি দেখলে মনের অজান্তে চোখে পানি চলে আসে  Bekas হলো ঐ টাইপের মুভি। আবেগ ভালোবাসা, ড্রামা সবকিছুর সংমিশ্রন সাথে কিছুটা কমেডি ও আছে। শেষ মিনিট পর্যন্ত বুঝা যায় না শেষটা কি হবে।

বড় কোন ঘটনা নিয়ে না, দুটি এতিম বাচ্চার ছেলেমানুসি, দুষ্টমী আর তাদের বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমেরিকা গিয়ে সুপারম্যানের সাথে দেখা করার চেষ্টা করা নিয়ে মুভির কাহিনী। ছোটটার বয়স 6 আর বড়টার বয়স 10-12. তারা জুতা কালি করে জীবন চালায়, থাকার কোন জায়গা না থাকায় কারো বাসার ছাদে বা বারান্দায় রাত কাটায়।

পাসপোর্ট অফিসে গিয়ে যখন জানতে পারলো যে 2 জনের 14 হাজার টাকার মত লাগবে তখন তারা হিসাব করে দেখলো যে 30-40 হাজার জুতা কালি করলে পাসপোর্ট করার টাকা হয় । ছোটটা খোদার কাছে দোয়া করে যেন সবার জুতা বেশি বেশি ময়লা হয়, এটা শুনে বড়টা থাপ্পর দিয়ে বলে ”খোদার কাছে পাসপোর্ট চা”,  থাপ্পর খেয়ে ছোটটা খোদাকে বলে “ খোদা তুমি কিছু মনে করো না, আজ আমার ভাইয়ের মনটা একটু খারাপ”। ........ইউটিউব থেকে ডাউনলোড করুন http://bit.ly/1v9y7Yl

No comments:

Post a Comment